উত্তরদিনাজপুর

অবশেষে ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখে, কালিয়াগঞ্জে বাইপাস হয়ে তৈরি হবে জাতীয় সড়ক

কেন্দ্রীয় সরকারের ভারতমালা সড়ক প্রকল্পে ইতিমধ্যেই রায়গঞ্জ, বালুরঘাট ১০(এ) রাজ্য সড়ককে জাতীয় সড়কে রূপান্তর করা হয়েছে। সেই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে কাজ করার উদ্যোগ নিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু এই জাতীয় সড়ক প্রস্তাব যেন মরার উপর খাড়ার ঘায়ের মত অবস্থা হতে চলেছিল রায়গঞ্জ বাসীর। কারণ কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে কেন্দ্রীয় সরকারের ভারতমালা পরিযোজনার মাধ্যমে ফোর লেন সড়ক নির্মাণ হলে শহর বলে আর কিছুই থাকবে না। প্রসঙ্গত, জেলা শাসকের দপ্তরের বৈঠকের আগে সোমবার বিকালে কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বৈঠকে বসেন কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রধান কার্তিক পাল। মঙ্গলবার বৈঠকে ব্যবসায়ীদের সমস্যার কথা তুলে ধরেন পুরপ্রধান। সেখানেই সিদ্ধান্ত হয় যে জাতীয় সড়ক হবে কিন্তু শহরের ৪ কিমি এলাকা বাদ দিয়ে। তার জন্য বাইপাস হবে। ইতিমধ্যেই দুটি এলাকা চিহ্নিত করা হয়েছে, একটি মহাদেবপুর হয়ে অপরটি কুনোর হয়ে। পরবর্তীতে যখন সিদ্ধান্ত হবে তখন পুরসভাকে জানিয়েই করা হবে জাতীয় সড়ক। এই বিষয়ে যেমন খুশি পুরপ্রধান তেমনি খুশি ব্যবসায়ীরা। এই সিদ্ধান্ত হবার পর পুরসভার পক্ষ থেকে আতঙ্কিত ব্যবসায়ীদের অবগতীর জন্য মাইক দিয়ে শহর জুড়ে প্রচার চালানো হচ্ছে বলে জানা যায়। 

এবিষয়ে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক পাল জানান, ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখে বাইপাস করে জাতীয় সড়ক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জন্য দুটি এলাকা চিহ্নিত করা হয়েছে। একটি মহাদেবপুর হয়ে অপরটি কুনোর হয়ে জাতীয় সড়ক তৈরি করা হবে বলে জানান তিনি।